West Bengal

10 months ago

crack in the rail line: বনগাঁ স্টেশনের কাছে রেললাইনে ফাটল, প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

Bangaon Station
Bangaon Station

 

বনগাঁ, ৭ ডিসেম্বর : বনগাঁ স্টেশনের অদূরে রেললাইনে ফাটল। এ জন্য শনিবার সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। তবে, রেল কর্মীদের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়ে পরিষেবা। দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেন রেল কর্তৃপক্ষ।

শনিবার সকালে স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তখন সকাল ৯.৫০ মিনিট, মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সারানোর কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন যাওয়া-আসা করেনি। যাত্রী সুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অন্য দিকে, ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েন। পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা।

You might also like!