
মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর : ভারতীয় সংবিধানের অধীনে দেশ নিরাপদ, মুর্শিদাবাদে বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বুধবার সকালে মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, "আমরা সকলেই ভারতের সংবিধান নিয়ে গর্বিত। এটি বিশ্বে আমাদের গণতান্ত্রিক অস্তিত্বের ভিত্তি তৈরি করে। এটি একটি বিস্তৃতভাবে প্রণীত সংবিধান যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রমাণ করেছে ভারতীয় সংবিধানের অধীনে দেশ নিরাপদ।"
উল্লেখ্য, দেশ জুড়ে বুধবার সংবিধান দিবস উদযাপিত হচ্ছে। ১৯৪৯-এর ২৬ নভেম্বর সংবিধানের খসড়া গৃহীত হয়েছিল। সংবিধান সভার সভাপতি হিসেবে তাতে সই করেছিলেন বি আর আম্বেদকর। এর দু’মাস পরে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়। ওই দিনটিতেই প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করা হয়। বাতিল হয়ে যায় ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিদায়বেলায় তৈরি ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট’।
