West Bengal

4 months ago

Road construction Corruption : রাস্তা সংস্কারের নামে তোলা হয়েছে টাকা, চাঁচলে অভিযুক্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

road construction (symbolic picture)
road construction (symbolic picture)

 

চাঁচল, ৯ সেপ্টেম্বর : সরকারি প্রকল্পে কাজ না করেই একাধিকবার টাকা তোলার অভিযোগ উঠেছে মালদার চাঁচলের তৃণমূল কংগ্রেস পরিচালিত খরবা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, একই রাস্তা দেখিয়ে পাঁচবার টাকা তোলার মাধ্যমে প্রায় আট লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই বিষয়ে চাঁচল ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিরোধী দলনেত্রী সহ কংগ্রেসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খরবার নিচলামাড়ি এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে জেজিবি ইটভাটা থেকে নিচলামাড়ি প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় গত মার্চ মাসে। এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল এক কোটি চোদ্দ লক্ষ টাকা, যার মধ্যে প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি থাকা অংশের সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচবারে মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই রাস্তায় শুধুমাত্র মাটি ফেলা হয়েছে এবং কোনও দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করা হয়নি।

এই অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান রাহেনা পারভীন এই অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগকারীরা জানান, রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুললে তাদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু এই একটি প্রকল্প নয়, খরবার বিভিন্ন এলাকায় হাই মাস্ট লাইট, সাবমার্সিবল পাম্পসহ মোট ছয়টি সরকারি প্রকল্পে প্রায় আট লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপ-প্রধান। তিনি জানান, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তা সত্ত্বেও ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

You might also like!