West Bengal

10 months ago

Central Force : আরামবাগে প্রধানমন্ত্রী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু বাহিনীর রুট মার্চ

Prime Minister at Arambagh, army route march started in several districts of South Bengal
Prime Minister at Arambagh, army route march started in several districts of South Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। প্রস্তাব মতো রাজ্যের একাধিক জেলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়ার বান্দোয়ান এবং কলকাতার যোধপুর পার্ক অঞ্চলে তাদের রুট মার্চ করতে দেখা গিয়েছে।

গত সপ্তাহে জানানো হয়েছিল ১ মার্চ রাজ্যে আসবে ১০০ কোম্পানি। সেই মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাঁদের রুট মার্চ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, প্রধানমন্ত্রীর বাংলা সফরের মধ্যে রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি বেশ গুরুত্বপূর্ণ।

১৩ থেকে ১৮ মার্চের মধ্যে লোকসভা ভোটের ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে ৭ মার্চ রাজ্যে আরও ৫০ কোম্পানি বাহিনী আসার কথা। সেই দিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল।


You might also like!