মুর্শিদাবাদ, ২৩ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কের উপর বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার রাতে রেজিনগরের দাদপুরে এক পানের দোকানির সঙ্গে এক টোটো চালকের ঝামেলার জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জাতীয় সড়কের উপর প্রায় দশটি বোমা মারা হয় বলে দাবি। খবর পেয়ে সেখানে পৌঁছয় রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রেজিনগরের দাদপুরে এক পানের দোকানির সঙ্গে এক টোটো চালকের ঝামেলার জেরে।এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।