দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারত সংস্কৃতি উৎসব - ২০২৪, পূর্ব বর্ধমানে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কলকাতা প্রেস ক্লাবে ১৭তম ভারত সংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন বিস্তারিত জানানো হয়েছে। আগামী পাঁচ দিন ধরে তা চলবে পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে। সেইসঙ্গে আগামী ২৫ - ৩০ শে ডিসেম্বর পর্যন্ত বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড এবং হল ও বেহালা শরৎ সদনে সকাল ১০টা- রাত ১০ টা পর্যন্ত উৎসব চলবে। উচ্চমানের সৃজনশীল কার্যক্রমের এক প্রাণবন্ত ও উচ্চাভিলাষী অনুষ্ঠানের আয়োজন - যার মূলে শাস্ত্রীয় সঙ্গীত সহ সঙ্গীত এবং নৃত্য ও শিল্পকলার এক অনন্য অনুষ্ঠানের উপস্থাপনা। ভারতীয় সঙ্গীত ও কলার প্রচার, বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্বের শিরোপা বজায় রাখা ও শিশুমনের সাংস্কৃতিক বিকাশ, কিশোর মন'কে ভারতীয় সংস্কৃতির ছায়ায় প্রতিপালন করা, বর্তমান সামাজিক অস্থিরতা হতে মুক্তির জন্যে ভারতীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে আপামর জনগনের সাংস্কৃতিক মনের বিকাশ এই উৎসবের মূল লক্ষ্য।
৪৫ তম আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসবের সাংবাদিক বৈঠকে সম্মেলনের সভাপতি বিধায়ক শ্রী দেবাশিস কুমার জানান , প্রতিদিন সকাল ৩টি মঞ্চে একযোগে ভারতীয় সঙ্গীত ও নৃত্যের প্রতিযোগিতা হবে। এবছর প্রায় ১৬ - ১৭ টি রাজ্য এবং ৭ -৮ টি দেশের প্রতিযোগী ও শিল্পীরা যোগদান করবে। প্রায় ৮০০০ জন প্রতিযোগী তৎসহ উৎসবে প্রায় ৩৫০ শিল্পী যোগদান করবেন। সংস্থার সর্বভারতীয় সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসবের নতুন সংযোজন - ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহাসমারোহ। আগামী ২৬ - ২৯ ডিসেম্বর ২০২৪ রাতে অনুষ্ঠান শুরু হবে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পদ্মবিভূষন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি, পদ্মভূষন পন্ডিত বিশ্বমোহন ভাটের মোহনবীণা, পদ্মশ্রী শাহিদ পারভেজের সেতার, পন্ডিত কুমার বসু, পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জী ও পন্ডিত সঞ্জয় মুখার্জীর একক তবলা, পন্ডিত তরুণ ভট্টাচার্য ও পন্ডিত রুনু মজুমদারের সন্তুর ও বাঁশির যুগলবন্দী এবং পন্ডিত জয়তির্ত মেবেন্ডি ও ওমকার দাদারকারের খেয়াল পরিবেশন - এককথায় শাস্ত্রীয় সঙ্গীতের চাঁদের হাট শীতের কলকাতায়। উৎসবের আহ্বায়ক দীপক সরকার উপস্থিত ছিলেন।