West Bengal

1 year ago

Sandeshkhali Case : ১০ দিন নিখোঁজ থাকার পর হাই কোর্টে শাহজাহান!জানালেন বিশেষ অনুরোধ

Sheikh Shahjahan  (File Picture)
Sheikh Shahjahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে সন্দেশখালির ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাই কোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। কারণ তিনি চান, এই ঘটনায় তাঁর বক্তব্যও শোনা হোক।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। রেশন দুর্নীতির তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কিন্তু ইডির আধিকারিকেরা সন্দেশখালির সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি। যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তাঁর বাড়ির ভিতরেই আছেন। ইডির আধিকারিকেরা এর পর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাঁদের ঘিরে ধরেন হাজার খানেক গ্রামবাসী। ইট, পাথর, লাঠি নিয়ে তাঁরা চড়াও হন ইডি কর্তাদের উপর। ওই ঘটনায় জখম হন তিন ইডি কর্তা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়। এর পরই সন্দেশখালির ঘটনা নিয়ে হাই কোর্টে মামলা করে ইডি।

ইডির আইনজীবী এসভি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালির ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, তাঁর মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান। যদিও আদালত এই আবেদনে পাল্টা ভর্ৎসনা করেন শাহজাহানের আইনজীবীকেই। 

বিচারপতি প্রশ্ন করেন সন্দেশখালির ঘটনায় কত জনকে গ্রেফতার করা হয়েছে? সেখানে কত জন ছিলেন?রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য একটি ‘সুপারভিশন টিম’ বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে। তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও, ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর। অভিযোগ মোতাবেক প্রায় ৩ হাজার লোক ছিল।

সূত্রে জানা গিয়েছিল ,ইডির অভিযোগ বাড়ির ভিতর থেকে শাহজাহান ওই লোকেদের উস্কানি, প্ররোচনা দিয়েছিলেন। তার পরেই হামলা চালানো হয়। ওই ঘটনার পরেওশাহজাহান কে  গ্রেপগতার করেনি পুলিশ যা নিয়ে প্রশ্ন তুলেছে কোর্ট। 

তবে ঘটনার ১২ ঘণ্টা পরে ইডি এফআইআর দায়ের করে, এবং ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ। এখনও পর্যন্ত তারা তিন বার সেখানে গিয়েছে। বাড়ি তালাবন্ধ রয়েছে।

সূত্রের খবর শাহজাহানের আইনজীবী আদালতকে জানিয়েছেন এই মামলায় তাঁকে যুক্ত করা হোক। ব-কলমে শাহজাহান জানিয়েছেন, ‘‘আমার বক্তব্যও শোনা হোক।’’ বিচারপতি পাল্টা প্রশ্ন করেন আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি?

শাহজাহানের আইনজীবী জানান আমার মক্কেলের  অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইডির অভিযান সঠিক ছিল না।বিচারপতি বলেন তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত।এর পর সিবিআইয়ের আইনজীবী বলেন  মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দেওয়া হোক। বিচারপতি অনুমত দিয়ে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে নির্দেশ দেন। আগামীকাল পরবর্তী শুনানি।

You might also like!