West Bengal

1 week ago

Dacoity in Hooghly Bandel loot valuables: হুগলির ব্যান্ডেলে দুঃসাহসিক ডাকাতি, সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Adventure robbery in Bandel Hooghly
Adventure robbery in Bandel Hooghly

 

হুগলি, ১৪ জুন: হুগলি জেলার ব্যান্ডেলে একটি বাড়িতে দুঃসাহসিক লুটপাট চালাল ডাকাত দল। শুক্রবার ভোররাতে ব্যান্ডেলের নলডাঙায় একটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিয়েছে ৪ দুষ্কৃতী। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, ঘরে ঢুকে হাত-পা বেঁধে গয়না লুঠ করে দুষ্কৃতীরা। আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে তারা। বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ।

পুলিশ জানিয়েছে, নলডাঙার বাসিন্দা রেনু পাল (৬৮)। তাঁর দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল-এর ওলাইচন্ডীতলায়।ছোটো মেয়ে সোনালী থাকেন মুম্বইতে। ছোটো মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সেই সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। শুক্রবার ভোররাতে ঘুম থেকে উঠে বাথরুম যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক। তাঁদের মাথায় স্পট লাইট লাগানো।বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে, চিৎকার করলে মেরে দেবে। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলামারি খোলে। পেনশানের ৩৫ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয়। ব্যাঙ্কের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে।একটা শাড়িও নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই লুটপাট


You might also like!