West Bengal

1 year ago

Medinipur Medical College : ভুয়ো শংসাপত্র দেখিয়ে ছাত্রী ভর্তি! পড়ুয়াকে বিতাড়িত করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ

Midnapore Medical College (File picture)
Midnapore Medical College (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তির মামলা চলছে রাজ্যের মেডিক্যাল কলেজে। সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে সুপ্রিমকোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ বিতাড়িত করল এক ছাত্রীকে। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি হওয়ার জন্য সেখান থেকে বিতাড়িত সেখান থেকে বিতাড়িত হয়েছেন শারণ্যা মণ্ডল নামে এক ছাত্রী।

প্রথম বর্ষের ওই ছাত্রী ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিল। বিষয়টি মেদিনীপুর মেডিক্যাল কলেজের নজরে আসতেই ছাত্রীকে মেডিক্যাল কলেজে পড়তে দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিতাড়ন করার পাশাপাশি ওই ছাত্রীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

You might also like!