দার্জিলিঙ, ৪ ডিসেম্বর : দার্জিলিঙে বেড়াতে এসে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। দমদমের অশোকনগরের বাসিন্দা ২৮ বছরের ওই যুবতী বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
অঙ্কিতার বন্ধুরা জানান, সান্দাকফুতে সামান্য শারীরিক অসুবিধা হয়েছিল তাঁর। তবে তা সয়ে গিয়েছিল। মঙ্গলবার টুমলিঙে নেমে এসে একটি হোমস্টেতে ওঠেন। রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মাঝরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।