
কোচবিহার, ২৮ নভেম্বর : সাতসকালে লোকালয়ে হাতির দল। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার লোকালয়ে পাঁচটি হাতি দেখতে পেয়েছেন বলে স্থানীয়দের দাবি। তাঁরা জানিয়েছেন, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গের কোট জঙ্গলে পাঁচটি হাতির দেখা মিলেছে। জানা গিয়েছে, জামালদহ বনাঞ্চলের অন্তর্গত ছোট এই জঙ্গলে হাতির দল দেখতে পেয়েই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা।
