Video

1 day ago

power crisis | ৩২ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন লোকপাড়া এলাকায়, পথ অবরোধ স্থানীয়দের

 

৩২ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন লোকপাড়া এলাকায়, পথ অবরোধ স্থানীয়দের প্রায় ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের লোকপাড়া সহ বিভিন্ন এলাকায় আর যাকে ঘিরে আজ অর্থাৎ বুধবার সকাল আনুমানিক আটটা থেকে প্রায় দু ঘন্টার মতন পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার বৈকাল আনুমানিক ছটা নাগাদ আচমকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় কুলেরা, ঘাগড়াপাড়া, লোকপাড়া সহ বিভিন্ন গ্রামে তারপর মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা সময় বিদ্যুৎ পরিষেবা সেই এলাকা জুড়ে শুরু হলেও প্রায় ঘন্টাখানেক পর আবারও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আজ অর্থাৎ বুধবার সকালেও এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকে, আর যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার মানুষ। বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে মোটর থেকে পানীয় জল পেতেও অসুবিধার সম্মুখীন হন এলাকাবাসী, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন কুলেরা সহ আরো বেশ কিছু গ্রামের মানুষজন । ঠিক তারপর ওই এলাকার মানুষ লোকপাড়া- কলেশ্বর রাস্তার উপরেই বুধবার সকাল আটটা থেকে প্রায় দুই ঘণ্টার মতো রাস্তার ওপর বাঁস লাগিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য পথ অবরোধ করেন বলে দাবি করছেন ওই এলাকার মানুষ। শেষমেষ ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টা নাগাদ উঠে পথ অবরোধ, ঠিক তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই এলাকা জুড়েও শুরু হয়েছে বিদ্যুৎ পরিষেবা।

You might also like!