দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে জেনেরিক ওষুধের প্রসার বাড়ানো এবং সেগুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মার্চ মাসের প্রথম মাসে জন ঔষধি সপ্তাহ পালিত হয় এবং 7 মার্চ জন ঔষধি দিবস পালিত হয় (Jan Aushadhi Day 2023)।
জেনেরিক ওষুধ এমন ধরনের ওষুধ যা বিশেষ কোনও ব্র্যান্ডের অন্তর্ভুক্ত নয়। ফলে তার প্রতিপক্ষও আছে। তবে এ কথা ভুলে গেলে চলবে না যে, জেনেরিক ওষুধ বেশ সাশ্রয়ী হয়।
ফার্মাসিউটিক্যালস বিভাগের একটি বিশেষ ভারতীয় ফার্মা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যুরো (বি পি পি আই) নামে পরিচিত গ্রুপ, যা জন ঔষধী স্কিমের অধীনে সমগ্র কাজের দায়িত্ব নিয়েছে। এটি দেশের সর্বত্র মার্কেটিং এবং এই জেনেরিক ওষুধ সরবরাহের কাজ করবে।