গত লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় হলেও । ফলাফলের নিরিখে শহর তৃণমূলের ভোট একেবারে তলানিতে। সেই লোকসভায় পঞ্চায়েত এলাকা থেকে ব্যাপক ভোট দিয়ে মান রক্ষায় তরী পার করেছিল জেলা তৃণমূলের। তবে শহর তৃণমূলের মিটিং মিছিলে লোক হলেও ভোটের সময় কিন্তু ফলাফল নিয়ে হতাশ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার 26 এর বিধানসভা নির্বাচনে লক্ষ্যমাত্রা নিয়ে রবিবার নলহাটি এলআইসি বিল্ডিং এ মুরারই, নলহাটি, রামপুরহাট এবং ময়ূরেশ্বর এই চারটি বিধানসভার সব স্তরের নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। সেখানে বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় সভাম মঞ্চে বলেন পঞ্চায়েত,ব্লক এলাকায় নির্বাচনের সময় ফলাফলে এগিয়ে গেলে ও টাউন এলাকায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে। ফলে টাউন এলাকায় সাংগঠনিক জোর দেওয়ার জন্য অনুব্রত মন্ডলের কাছে দাবি রাখেন। তবে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফিরে আসার পর সাংগঠনিক শক্তির জল মাপার জন্য তিনি আগামী ২৫ তারিখ রামপুরহাটে বিরাট মিছিল করার কথা ঘোষণা দেন। সেখান থেকেই তিনি জন সমর্থন নিয়ে আগামী বিধানসভার জন্য প্রস্তুতি নিবেন বলে জানা যাচ্ছে। শুনুন বিস্তারিত।