Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Travel Gide: "ভারত দর্শন" এখন এক টিকিটেই! জানেন খরচ কত?

Indian Railways (Symbolic Picture)
Indian Railways (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ—দেশের প্রায় সমস্ত প্রান্ত এক সূত্রে বাঁধা ভারতীয় রেল দিয়ে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার যাত্রার জন্যও রয়েছে এক্সপ্রেস ট্রেন। এমনকি ভ্রমণ থেকে শুরু করে তীর্থযাত্রার জন্যও ভরসা সেই ভারতীয় রেল। আপনি যদি একই রুট দিয়ে ভ্রমণ করেন, তাহলে বারবার টিকিট কাটার ঝামেলা থেকেও মুক্তি দিতে পারে ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফে আনা হয়েছে সার্কুলার জার্নি টিকিট। সার্কুলার জার্নি টিকিটে আপনি সর্বোচ্চ আটটি স্টেশনে নামতে পারবেন। আটটি স্টপেজ মিলিয়ে একটি টিকিট কাটতে পারবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এবং মাঝে যদি দুটি স্টেশন পড়ে তাহলে একটা টিকিট কাটলেই আপনার কাজ হয়ে যাবে।

কিন্তু এখানে রয়েছে একটা ছোট্ট টুইস্ট। সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন, সেই স্টপেজেই শেষ করতে হবে। মূলত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য এই সার্কুলার জার্নি টিকিটের সুবিধা এনেছে ভারতীয় রেল। তাই একটা টিকিট কেটেই আপনি গোটা ট্রিপ করে ফেলতে পারেন। সার্কুলার জার্নি টিকিটে যেমন বারবার টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি, তেমনই খরচও কমবে।

সার্কুলার জার্নি টিকিট আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে সরাসরি কাটতে পারেন। ফার্স্ট ক্লাস থেকে স্লিপার ক্লাস—যে কোনও শ্রেণিতেই আপনি এই টিকিট কাটতে পারেন। শুধু যাত্রা শুরু ও শেষের স্টেশন এক হওয়া চাই। পাশাপাশি সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনাকে ন্যূনতম দূরত্ব ১ হাজার কিলোমিটার যাত্রা করতেই হবে।

সার্কুলার জার্নি টিকিট ভ্রমণপিপাসু ও তীর্থযাত্রীদের জন্য অনেক বেশি সাশ্রয়ী। সাধারণ টিকিটের চেয়ে সার্কুলার জার্নি টিকিটের ভাড়াও তুলনামূলকভাবে কম। এছাড়া প্রবীণ নাগরিক (পুরুষ)-দের জন্য ৪০ শতাংশ ও  প্রবীণ নাগরিক (মহিলা)-দের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা রয়েছে। তাই এবার তীর্থ যাওয়ার পরিকল্পনা করলে কাটতে পারেন সার্কুলার জার্নি টিকিট।

You might also like!