দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শান্ত, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য, প্রকৃতির অনাস্বদিত রূপের স্বাদ নিতে হলে আসতেই হবে ছুজাচেন। উচ্চতা ৩৫০০ ফুট।বরফে ঢাকা গ্যাংটক থেকে সিংঘিকের মোটামুটি দূরত্ব ৫৮ কিমি।
বর্ষাকালে ডুয়ার্স থেকে পাহাড় সেজে ওঠে প্রকৃতির সবুজ রঙে। এ রঙে মিলিয়ে যেতে চান আপনারা? এক টুকরো শান্তিপূর্ণ এবং স্বপ্নপুরীর সন্ধান পেতে চলে আসতে হবে সিংঘিক-এ। সত্যিই একটুকরো স্বর্গই বটে! এখানে মূলত লেপচা সম্প্রদায়ের বাস। তাঁদের ঘরবাড়ি,ঐতিহ্য একেবারে কাছ থেকে পরখ করে দেখতে পাবেন দু-একদিন কাটালেন এবং তেনসিং মনেস্ট্রির স্নিগ্ধতা নিশ্চিতভাবেই মন জয় করবে! এই অফবিট গ্রামে একবার আসলে সেই স্মৃতি আজীবন থেকে যাবে মনে। টিংচিম-এর শতাব্দী প্রাচীন বুদ্ধ মন্দির এবং মার্তাম লেক আপনাকে ভীষণই মুগ্ধ করবে।
তা যেখানে যাবেন সেখানের গন্তব্যের খোঁজ তো পেলেন! এবার এখানে যাবেন কেমন করে? নিউ জলপাইগুড়ি থেকে সিংঘিকের দূরত্ব ১৪৫ কিমি। যেতে সময় লাগে মোটামুটি ৬-৭ ঘণ্টা। গাড়িভাড়া প্রায় ৬৫০০-৭০০০ টাকা লাগবে আর গ্যাংটক থেকে গাড়িভাড়া প্রায় ৩৫০০ টাকা কম-বেশি!
রাত কাটাতে হলে প্রতি পর্যটকের থাকা-খাওয়া সহ খরচ পড়তে পারে প্রায় ১৮০০ টাকার মতো। বর্ষায় সবুজসুন্দরীর ছোঁয়া পেতে চট করে ঘুরে আসতে পারেন এই সিংঘিক থেকে।