Technology

1 year ago

Vivo Y56 5G, রয়েছে 5000mAh Battery এবং 50MP Camera,জেনে নিন

Vivo Y56 5G
Vivo Y56 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক দুর্দান্ত সব ফিচাকরপ্যাকড ফোন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সংস্থা। পিছিয়ে নেই ভিভোও। এবার চিনা সংস্থাটি হাজির হল তাদের ওয়াই সিরিজের নতুন মডেল নিয়ে। ইতিমধ্যেই 5G বিশ্বে ঢুকে পড়েছি আমরা। দেশের বহু শহরেই পৌঁছে গিয়েছে দ্রুততম এই নেটওয়ার্ক। যেখানে যেখানে বাকি রয়েছে, সেখানেও খুব দ্রুত পৌঁছে যাবে 5G পরিষেবা, এমন লক্ষ্যমাত্রা নিয়েই নেমেছে ভারতী এয়ারটেল ও জিও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন বছর বাজারে এনেছে একাধিক 5G ফোন। ভিভোর এই নয়া ওয়াই সিরিজও ভারতে এনেছে আরও এক দুর্ধর্ষ 5G মোবাইল। যেখানে রয়েছে ওয়াটার ড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা, দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সেন্সরের মতো একগুচ্ছ ফিচার। সব মিলিয়ে ভিভোর এই নয়া ওয়াই56 ফোনটিকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যেই দেশে লঞ্চ হয়ে গিয়েছে ফোনটি। শুরু হয়েছে সেলও। ভিভোর কথায় মনস্টার 5G ফোন এটি। তা ফিচারের সঙ্গে সঙ্গে দামেও কি মধ্যবিত্তদের পকেট ছুঁতে পারল ভিভোর এই নয়া মডেল? আসুন, জেনে নেওয়া যাক বিস্তারিত।

Vivo Y56 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: এই ফোনে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ নচ সহ এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Vivo Y56 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 অক্টাকোর প্রসেসর রয়েছে।

ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh রয়েছে।

অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

You might also like!