দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এতদিনের অপেক্ষার অবসান হল আজ। ধুমধাম করে লঞ্চ হল Realme GT Neo 6 SE। অবিশ্বাস্য 6000 নিটস উজ্জ্বলতার ডিসপ্লে, শক্তিশালী Snapdragon 7+ Gen 3 প্রসেসর, উন্নত কুলিং সিস্টেম সহ বিভিন্ন আকষর্ণীয় ফিচার্স রয়েছে এতে৷ ফোনটির অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি। চলুন Realme GT Neo 6 SE-এর স্পেসিফিকেশন, ফিচার্স এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme GT Neo 6 SE-এর মূল্য এবং লভ্যতা
Realme GT Neo 6 SE চীনে আগামী 17 এপ্রিল থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তবে ফোনটিকে আজ সকাল 11:30 টা থেকে 12:00 টা (স্থানীয় সময়) পর্যন্ত একটি সীমিত সময়ের ট্রায়াল সেল উইন্ডোতে অফার করা হয়েছে৷ চীনে ফোনটি চারটি অপশনে লঞ্চ হয়েছে, এগুলি হল –
8GB + 256GB: 1,699 ইউয়ান (প্রায় 19,600 টাকা)
12GB + 256GB: 1,899 ইউয়ান (প্রায় 21,900 টাকা)
16GB + 256GB: 2,099 ইউয়ান (প্রায় 24,700 টাকা)
16GB + 512GB: 2,399 ইউয়ান (প্রায় 28,200 টাকা)
Realme GT Neo 6 SE ফোনটি চীনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,500 টাকা রাখা হয়েছে।একইভাবে বড়ো মডেলের দাম 16GB RAM + 512GB 2399 ইউয়ান অর্থাৎ প্রায় 27,500 টাকা রাখা হয়েছে। চীনে এই ফোনটি Cangye Hacker এবং Liquid Knight কালার অপশনে সেল করা হবে।
Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme GT Neo 6 SE স্মার্টফোনে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে পাঞ্চ-হোল এলটিপিও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 1600 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই স্ক্রিনে গোরিলা গ্লাসের ভিক্টাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Realme GT Neo 6 SE 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 2.8 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 732 জিপিউ যোগ করা হয়েছে।
মেমরি: নতুন Realme GT Neo 6 SE 5G ফোনটি চীনে চারটি ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেল 8GB RAM + 256GB Storage, দ্বিতীয় মডেল 12GB RAM + 256GB Storage সাপোর্ট করবে। এই ফোনে বাকি দুটি মডেল 16GB RAM এবং এগুলিতে 256GB ও 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফি জন্য Realme GT Neo 6 SE 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আইএমএক্স355 লেন্স সহ কাজ করবে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল বানানোর জন্য Realme GT Neo 6 SE 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি সোনী আইএমএক্স615 সেন্সর এবং এতে বিভিন্ন অ্যাডভান্স মোড ও ফিল্টার রয়েছে।
ব্যাটারি: Realme GT Neo 6 SE ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী 5,500এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে দ্রুত চার্জ করার জন্য এতে 100ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ফোন 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
অন্যান্য: Realme GT Neo 6 SE স্মার্টফোনে IP65 রেটিং সহ পেশ করা হয়েছে। এতে IR blaster এবং NFC ফিচারের মতো WiFi 6, Bluetooth 5.3, X-axis linear motor এবং Dual stereo speakers যোগ করা হয়েছে।