দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরপরেই বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে ফেসবুক। জানা গিয়েছে, ভুল তথ্য ছড়িয়ে পড়া আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে মেটা।
ফেসবুকের তরফে জানানো হয়েছে, ভুয়ো তথ্য ছড়িয়ে পড়া আটকে ইতিমধ্যে বিশ্বজুড়ে ৪০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। এবং পরিকাঠামো উন্নতি ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি। নব নিযুক্ত কর্মীদের মধ্যে ১৫ হাজার কর্মী কন্টেন্ট মডারেশনের কাজ করবে। যারা ২০টি ভাষায় অত্যন্ত ভারতীয় পারদর্শী।
টাইমস অব ইন্ডিয়ায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে মেটার তরফে ইন্ডিয়া প্যাসিফিক ইলেকশন অপারেশন সেন্টার চালু করা হয়েছে। সেখানে ডেটা সায়েন্স, ইঞ্জিয়ারিং, রিসার্চ, অপারেশন, কনটেন্ট পলিশি এবং লিগ্যাল টিম কাজ করবে।
কী কাজ করবে ওই টিম?
মিসইনফর্মেশন এবং হুমকি আটকাতে স্বচেষ্ট মেটা। কোনও কন্টেন্ট যাতে সাধারণ ভোটারদের উপর খারাপ প্রভাব ফেলতে না পারে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।