Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

2 years ago

PVC Aadhaar Card: জেনে নিন ঘরে বসে কীভাবে PVC আধার কার্ডের জন্য আবেদন করবেন, জানুন

PVC Aadhaar Card
PVC Aadhaar Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিভিন্ন কাজকর্মের জন্য বর্তমানে অতি প্রয়োজনীয় হল আধার কার্ড। সরকারি সচিত্র পরিচয়পত্র হিসেবে সব ক্ষেত্রেই গ্রাহ্য। ফলে অতি গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রটি খুব যত্ন করে রাখা দরকার। সাধারণ পেপারে আধারকার্ড থাকলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে প্রয়োজন PVC আধার কার্ড।

PVC আধার কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করলেই চলবে। কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে অনলাইনে আবেদন এবং ৫০টাকা জমা করলেই বাড়িতে এসে পৌঁছবে PVC আধার কার্ড।

জেনে নিন ঘরে বসে কীভাবে PVC আধার কার্ডের জন্য আবেদন করবেন-

প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে

সেখান থেকে My Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

এরপর ওই উইন্ডোতে থাকবে Order Aadhaar PVC কার্ড।

সেখানে ক্লিক করার পর আধার নম্বর দিতে হবে।

সব তথ্য ঠিকঠাক দেওয়ার পর ফোনে একটি OTP আসবে। OTP নির্দিষ্ট ওয়েবসাইটে দিয়ে অর্ডার সাবমিট ্করতে হবে। এরপর PVC আধার কার্ড পাওয়ার জন্য ৫০ টাকা জমা করতে হবে। অনলাইনেই সেই টাকা জমা করতে হবে। সেই টাকা জমা দেওয়ার পর অর্ডার কনফার্ম হবে। এবং কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে PVC আধার কার্ড পৌঁছবে।


You might also like!