Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

Google Pixel 7a: সস্তায় কিনে নিন এই স্মার্টফোনটি

Google Pixel 7a
Google Pixel 7a

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে আসছে Google Pixel 7a স্মার্টফোন। মে 10 তারিখে I/O ইভেন্টে নতুন অ্যান্ড্রয়েড ফোনের ঘোষণা করবে বলে জানা গিয়েছে। আসলে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Flipkart Winter Fest চলছে, যেখানে বিভিন্ন স্মার্টফোন বিশাল ছাড়ে কেনা যাবে। আর এরকমই অফারে আপনি ৩৫ হাজার টাকার কমে পেয়ে যাবেন বাজারের অন্যতম আলোচিত ফোন Google Pixel 7a – কারণ এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্ক অফার দিচ্ছে Flipkart, সাথে আছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও। তো চলুন দেখে নিই, আসন্ন ২০২৪-এ Google Pixel 7a ফোন ব্যবহার করতে হলে ঠিক কত টাকা খরচ করতে হবে এবং ফোনটিতে কী কী ফিচার আছে…

গুগল পিক্সেল ৭এ ফোনের দাম এমনিতে ৪৩,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট উইন্টার ফেস্ট সেল উপলক্ষে ৩৮,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে।

এক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ২,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, আছে আরও কিছু ব্যাঙ্ক অফার। অন্যদিকে ইএমআই ট্রানজাকশনে এতে পাবেন আরও ৫০০ টাকা ছাড়।

এখানেই শেষ নয়, আপনি যদি পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই গুগল ফোনটি কেনেন, তাহলে সর্বাধিক ৩০,৪০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ফোনের মডেল, ব্র্যান্ড এবং এর অবস্থার ওপর৷ উল্লেখ্য, স্মার্টফোনটি চারকোল, কোরাল, সি এবং স্নো – এই চারটি রঙের বিকল্পে কিনতে পারবেন।

Pixel 7a এর ফিচার্স

এই স্মার্টফোনে ইউজার পেতে চলেছেন গুগলের টেনসর G2 প্রসেসর। স্ক্রিন থাকবে 6.1 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ 90 হার্টজ রিফ্রেশ রেট।ফোনে মিলবে 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ। কামেরার ক্ষেত্রে মূল সেন্সর মিলবে 64 মেগাপিক্সেল সঙ্গে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে থাকতে পারে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি স্পেকসের যদি কথা বলি, তাহলে এতে মিলবে 4,400mAH ব্যাটারি সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট। এক্ষেত্রে ওয়্যারড এবং ওয়্যারলেস এবং দুই সুবিধাই মিলতে পারে। সংস্থার দাবি, এই ব্যাটারি চালু থাকবে টানা 24 ঘণ্টা।

রঙের ক্ষেত্রে Pixel 7a 4টি ভেরিয়েন্টে বাজারে দেখা যেতে পারে - চারকোল, ব্লু স্নো এবং কোরাল।

এই ফোনের অন্যতম চমক হতে চলেছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। যা মে 10 তারিখে I/O ইভেন্টে ঘোষণা করবে গুগল। ইতিমধ্যে এই অপারেটিং সিস্টেমর বিটা ভার্সন লঞ্চ করেছে গুগল। জানা গিয়েছে, এই সফটওয়্যার ইউজারের প্রাইভেসি ও সিকিউরিটি আরও মজবুত করে তুলতে চলেছে।


You might also like!