Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

মাত্র 7,000 টাকায় 70 কিমি মাইলেজ সহ একটি TVS Sport বাড়িতে নিয়ে আসুন।

TVS Sport Bike
TVS Sport Bike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পোর্টস বাইক মানেই তরুণ প্রজন্মের কাছে আলাদা একটা উন্মাদনা। তাদের উচ্চগতি এবং নজরকাড়া লুক দেখে মুখ ফেরাতে পারেন না অনেকে। কিন্তু স্পোর্টস বাইক কিনতে গিয়ে কয়েক পা এগিয়েও পিছিয়ে আসতে হয়। তার কারণ, তাদের লাগামছাড়া দাম। এই ক্যাটেগরির অন্যতম জনপ্রিয় বাইক হল TVS Sport Bike। 

আপনি যদি TVS Sport বাইক কিনতে চান তবে আপনাকে প্রতি মাসে খুব কম ইএমআই দিতে হবে। প্রতি মাসে মাত্র ২১৮৭ টাকা ইএমআই দিয়ে, এই দুর্দান্ত হালকা ওজনের বাইকটি আপনার হতে পারে। এই বাইকটিকে কেনার আপনার নিকটবর্তী টিভিএস শোরুমে যোগাযোগ করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইকটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

TVS Sport Bike-এর দাম ও ফিচার

TVS Sports মোটর সাইকেলটির এক্স-শোরুম মূল্য ৬৪,০৫০ টাকা। অন-রোড দাম প্রায় ৭৫,০৮২ টাকার মত। আপনি চাইলে পুরো নগদ টাকা দিয়ে বাইকটিকে কিনতে পারেন। অথবা আপনি মাসিক কিস্তিতেও কিনতে পারেন। এর জন্য আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে কমপক্ষে ৭ হাজার টাকা।

৭০০০ টাকা ডাউন পেমেন্ট করার পরে, অবশিষ্ট টাকা ব্যাঙ্ক ঋণ হিসাবে জারি করবে। যদি ৬৮০০০ টাকার ঋণের সুদের হার ৯.৭ শতাংশ হয় এবং মেয়াদ ৩৬ মাস হয়, তাহলে মাসিক ইএমআই হবে ২১৮৭ টাকা, যা সম্পূর্ণ সাশ্রয়ী।

TVS কোম্পানির এই বাইকে রয়েছে 109.7cc এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ ৪টি স্পিড গিয়ারবক্স। এই বাইকটির মধ্যে রয়েছে ১০ লিটার ফুয়েল এবং ২ লিটার রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে আপনি মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে ৭০ কিমি। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার।

বাইকটির সিটের উচ্চতা ৭৯০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিমি এবং এর ওজন ১১০ কেজি। এতে টেলিস্কোপিক এবং হাইড্রোলিক শক শোষক রয়েছে। এর উভয় চাকাতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সামনের এবং পিছনে ১৭ ইঞ্চির চাকা রয়েছে। এতে পেয়ে যাবেন অ্যানালগ স্পিডোমিটার, ওডোমিটার, হ্যালোজেন বাল্ব হেডলাইট।


You might also like!