Technology

1 year ago

Amazon : ৯,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল Amazon কারণ জানল সিও

amazon
amazon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল, মাইক্রোসফট, টুইটার, ফেসবুক। তালিকাটা ক্রমশ লম্বাই হয়ে গিয়েছে। একদিকে বিশ্বজুড়ে আর্থিক মন্দার ঢেউ আছড়ে পড়েছে। আর প্রযুক্তি সহ একাধিক সংস্থা নিজেদের দক্ষ ও অদক্ষ নির্বিশেষে কর্মীদের ছাঁটাই করে যাচ্ছে। নিজেদের লাভের পরিমাণ টিকিয়ে রাখতে এবং সংস্থার খরচে রাশ টানতেই এই পথে হেঁটেছে সংস্থাগুলি। এবার পালা অ্যামাজ়নের। ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে এই সংস্থা। তবে এটাই প্রথম নয়। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কর্মী ছাঁটাই হচ্ছে অ্যামাজ়নে।

কর্মীদের চাকরি হারানোর বিষয়ে গতকাল জানিয়েছেন সংস্থার সিইও অ্য়ান্ডি জ্যাসি। সেইসব কর্মীদের উদ্দেশে বার্তায় তিনি বলেছেন, অ্যামাজ়ন বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সংস্থার খরচ কমাতে এই পথে হাঁটতেই হচ্ছে। তবে এই প্রথম ই-কমার্স সংস্থা তাদের কর্মী ছাঁটাই করছে না। এর আগে জানুয়ারি মাসেই প্রায় ১৮ হাজার কর্মীদের বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল অ্যামাজ়ন। এবার সংখ্যাটা ৯ হাজার। অর্থাৎ নিজেদের ওয়ার্ক ফোর্স থেকে মোট ২৭ হাজার কর্মী বাদ দিল এই ই-কমার্স সংস্থা।

ইমেলে জ্যাসি উল্লেখ করেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯০০০ কর্মী পদ বাতিল করা হবে। বেশিরভাগ এডাব্লুএস, পিএক্সটি, বিজ্ঞাপন এবং টুইচে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা দীর্ঘমেয়াদে এটাই সংস্থার জন্য সেরা উপায় বলে মনে করছি।”

কর্মীদের চাকরি হারানোর বিষয়ে গতকাল জানিয়েছেন সংস্থার সিইও অ্য়ান্ডি জ্যাসি। সেইসব কর্মীদের উদ্দেশে বার্তায় তিনি বলেছেন, অ্যামাজ়ন বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সংস্থার খরচ কমাতে এই পথে হাঁটতেই হচ্ছে। তবে এই প্রথম ই-কমার্স সংস্থা তাদের কর্মী ছাঁটাই করছে না। এর আগে জানুয়ারি মাসেই প্রায় ১৮ হাজার কর্মীদের বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল অ্যামাজ়ন। এবার সংখ্যাটা ৯ হাজার। অর্থাৎ নিজেদের ওয়ার্ক ফোর্স থেকে মোট ২৭ হাজার কর্মী বাদ দিল এই ই-কমার্স সংস্থা।

ইমেলে জ্যাসি উল্লেখ করেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯০০০ কর্মী পদ বাতিল করা হবে। বেশিরভাগ এডাব্লুএস, পিএক্সটি, বিজ্ঞাপন এবং টুইচে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা দীর্ঘমেয়াদে এটাই সংস্থার জন্য সেরা উপায় বলে মনে করছি।”


You might also like!