Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Sea water is changing color: সমুদ্রের জলের রঙ পরিবর্তন হচ্ছে - পরিবেশ বিজ্ঞানীদের মতে এটা এক অশুভ ইঙ্গিত

Sea water is changing color
Sea water is changing color

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচার্যের বিষয় হলো গত কয়েক বছরের মধ্যে সমুদ্রের জলের রঙ পরিবর্তন হয়ে গেছে অনেক। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাসমুদ্রের ৫৬ শতাংশ জলের রং ইতিমধ্যেই বদলে গেছে। আর তা হয়েছে মাত্র ২০ বছরের ব্যবধানে। কি রং থেকে কি রং হয়েছে এই জল? মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ব্রিটেনের ন্যাশনাল ওসিয়ানোগ্রাফি সেন্টারের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ৫৬ শতাংশ জলের রং নীল থেকে বদলে সবুজ হয়ে গেছে। আর তা হয়েছে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে। বিশ্ব উষ্ণায়ন গত ২০ বছরে যে ভাবে মানুষের ভুলেই ক্রমশ মাথা চাড়া দিতে থেকেছে, তারই ফল ভুগছে এই জলভাগ। আগামী দিনে বাকি জলের রংও বদলে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

এই জলের রঙ পরিবর্তনে শঙ্কিত বিশ্ব বিজ্ঞানী মহল। বিজ্ঞানীরা কিন্তু এই জলের রং বদলকে অশনিসংকেত হিসাবেই নিচ্ছেন। তাঁদের মতে, সমুদ্রের জলের রং বলে দেয় সেই সমুদ্রের জলের বাস্তুতন্ত্র। জলের রং বদল হচ্ছে মানে সেই জলের বাস্তুতন্ত্রে পরিবর্তন হচ্ছে।

সহজ কথায় জলের চরিত্র বদলে যাচ্ছে। যা কিন্তু একেবারেই ভাল ইঙ্গিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে পরিমাণ জলের রং ইতিমধ্যেই বদলে গেছে সেই পরিমাণ স্থলভাগ পৃথিবীর নেই। স্থলভাগের চেয়েও বেশি জলভাগের জলের রং বদলে গেছে মানুষের হাতে সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের জেরে। এই যে জলের রং বদল তা ধরা পড়েছে উপগ্রহ চিত্র পর্যালোচনা করে। এর সুদূর প্রসারি প্রভাব পড়বে জল ও স্থলভাগের প্রাণীকুলের উপর।

You might also like!