Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Most Expensive Kettle: অহংকারী মানুষ নয় বরং অহংকারী চায়ের কেটলি? জানুন এই পাত্রের আসল রহস্য

The Arrogent Kettle (File Picture)
The Arrogent Kettle (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনের শুরুতে, বিকেলে অথবা কাজের মাঝে মাঝেই নিজের এনার্জিকে বুস্ট করে নিতে চায়ের অবদান অনস্বীকার্য। আর চায়ের অবদানের ভাগে খানিকটা অবদান রয়েছে চা পেয়ালার অর্থাৎ চায়ের কাপের।  চায়ের আড্ডার শোভা বাড়াতে আবার অনেকেই নিজেদের বাড়িতে বিচিত্র কিছু কেটলির ব্যাবহার করে থাকেন। এছাড়া বাড়ির টি-টেবিল থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও বিভিন্ন আলিশান রেস্তরাঁতেও দেখতে পাওয়া যায় নানান কেটলি। তবে এই কেটলিগুলি দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনই এদের দামও ব্যাপক। তবে আজ যে কেটলিটির কথা বলবো তাঁর দাম শুনলে অবাক হবেন আপনি। সোনা, হিরে আরও অন্যান্য মণিমুক্তসহকারে সাজানো, সাদা হাতলযুক্ত এই কেটলির দাম প্রায় ২৪ কোটি টাকা। ব্রিটেনের এন শেঠিয়া ফাউন্ডেশন দ্বারা সুসজ্জিত এই কেটলিটির ‘দ্য ইগোয়িস্ট’। ইংরেজিতে এই শব্দের অর্থ অহঙ্কারী। অবশ্য কেটলিটি যে রকম দেখতে, তাতে তার অহঙ্কার করাই সাজে। ২০১৬ সালে সবচেয়ে দামি চায়ের পাত্র হিসাবে বিশ্বে নজির গড়েছিল এই কেটলি। দিন কয়েক আগে এই কেটলিটির কাহিনি টুইটারে তুলে ধরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

You might also like!