দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জগন্নাথদেবের মন্দির ঘিরে আজ মহাধূম। রামমন্দির নিয়ে তুমুল তর্ক-বিতর্ক-উৎসব-আয়োজনের মধ্যেই পুরীর হেরিটেজ করিডরের উদ্বোধন হবে। তার আগে শুক্রবার থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়েছে পুরীতে। এদিন দুপুরে গজপতি দিব্যসিংহ দেব ১০৮ জন ব্রাহ্মণকে পবিত্র পান হাতে তুলে দেন।
শনিবার হয়েছে অঙ্কুরোপণ এবং অঙ্কুর পুজো। রবিবার হবে যজ্ঞ অধিবাস। ১৫ জানুয়ারি অখণ্ড দ্বীপ জ্বালানো হয়েছে হেরিটেজ করিডরে। পর পর তিন দিন যজ্ঞ করা হবে জগন্নাথধামে। আজ দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ পুরীর হেরিটেজ করিডরে প্রথম পরিক্রমা করবেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুপুর দেড়টায় শেষ হবে সেই পরিক্রমা।
তারপর বেলা ৩টের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই হেরিটেজ করিডর। সূর্য পুজো, ধরিত্রী পুজো, গো পুজো, পঞ্চক্রমা, বস্তু পুজো এবং অধিবাস পূর্ণ আহুতি হবে সেখানে। জগন্নাথধামে উত্তরে একটি পোডিয়াম তৈরি করা হয়েছে। সেখানেই নীতীশ কুমার বক্তব্য রাখবেন। হেরিটেজ করিডর পরিক্রমার একাধিক অডিয়ো-ভিস্যুয়াল দেখানো হবে সেখানে। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওইদিন।
মহরি, সম্বলপুরী, ওডিশা, বনাতি, লৌদিখেলা, ঐতিহ্যবাহী শঙ্খ বাজানো, পইকা নৃত্য পরিবেশন করা হবে। ৯০টি পবিত্র স্থান এবং প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন প্রতিনিধিরা।