Odisha

5 months ago

Ranendra Pratap Swain:ওডিশা বিধানসভার প্রোটেম স্পিকার হলেন রণেন্দ্র, দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার

Odisha Assembly Protem Speaker is Ranendra Pratap Swain
Odisha Assembly Protem Speaker is Ranendra Pratap Swain

 

ভুবনেশ্বর, ১৪ জুন : ওডিশা বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন বিজু জনতা দল (বিজেডি)-এর বিধায়ক রণেন্দ্র প্রতাপ সোয়াইন। শুক্রবার প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রঘুবর দাস ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর রণেন্দ্র প্রতাপ সোয়াইন বলেছেন, "আমি বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি আশা করছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি মর্যাদার সঙ্গে পালন করতে সক্ষম হব।"


You might also like!