Odisha

2 weeks ago

Gold Mine :তামার খুঁজতে গিয়ে বাংলায় উদ্ধার সোনা! জানাল জিএসআই

Gold Mine (Symbolic Picture)
Gold Mine (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উদ্ধার! এমনই ঘটনা ঘটেছে বাংলায়। বিগত কিছু বছর ধরেই মাটির তলায় তামা সন্ধান চালাচ্ছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু সেই সন্ধানে নেমে মিলল সোনার হদিশ। ওড়িশার দেওগড় জেলার আদাসা রামপল্লী এলাকায় এই তামার খনির খোঁজ চলছিল। মাটির তলায় তামার ভান্ডারের খোঁজ করতে গিয়ে গবেষকেরা পেলেন সোনার খোঁজ। দেখা যায় সেখানে মাটির গভীরে রয়েছে সোনার ভান্ডার।

ওড়িশায় নানা জায়গায় মাটির তলায় সোনার মজুত ভান্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই ওড়িশার মানকাদাচুয়ান, সালেইকানা ও দিমিরিমুন্ডা এলাকায় মাটির তলায় সোনা আছে কিনা তার খোঁজ চলছে।

এছাড়া ময়ূরভঞ্জ জেলার নানা প্রান্তে মাটির তলায় সোনার খনির খোঁজ চলছে। ইতিমধ্যেই কোরাপুট, মালকানগিরি, সুন্দরগড়, নবরংপুর, সম্বলপুর জেলার মত জায়গায় সোনার মজুতের খোঁজ মিলেছে।

ওড়িশা বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন এক কংগ্রেস বিধায়ক। যার উত্তর দিতে গিয়ে ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী জানান, ওখানে সোনার খনির খোঁজ পাওয়া গিয়েছে। এই খনি নিলামের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে সরকার।

You might also like!