Odisha

1 month ago

Odisha: কালীপুজোর বিসর্জন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ওডিশার কটকে আহত ৬ জন

Odisha's Cuttack turned into chaos after two groups clashed over the abandonment of Kalipuja.
Odisha's Cuttack turned into chaos after two groups clashed over the abandonment of Kalipuja.

 

কটক, ৪ নভেম্বর : কালীপুজোর বিসর্জন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠল ওডিশার কটক। সংঘর্ষের ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। চাঁদনি চকের রয়্যাল গার্ডেনের কাছে এই ঘটনাটি ঘটে। মোহাম্মদিয়া বাজার এলাকার কয়েকজন যুবক কালী প্রতিমা বিসর্জন করে বাড়ি ফেরার সময় চাঁদনি চক হাসিনা বাগ এলাকায় অপর একটি গোষ্ঠীর সঙ্গে হাতাহাতি হয়।

প্রথমে বচসা শুরু হয়, তারপর শুরু হয় হাতাহাতি। উভয় গোষ্ঠী একে অপরের দিকে পাথর ও কাঁচের বোতল ছুড়তে শুরু করে। উভয় গোষ্ঠী এমনকি ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষে একটি দোকান ভাঙচুর এবং তিনটি মোটরবাইক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

You might also like!