কন্ধমাল, ১১ মে : উন্নয়ন ও ঐতিহ্যের মন্ত্র নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওডিশার কন্ধমালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি সরকারের অধীনেই দেশের ৫০০ বছরের প্রতীক্ষা শেষ হয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেসের দুর্বল মানসিকতার কারণেই জম্মু ও কাশ্মীরের মানুষ কয়েক দশক ধরে সংগ্রাম করেছে। ভারত কখনই ভুলতে পারবে না, যখন দেশে প্রায়ই সন্ত্রাসী হামলা হত এবং কংগ্রেস নেতারা সন্ত্রাসবাদীদের সঙ্গে বসে থাকতেন। ২৬/১১ হামলার পর, কংগ্রেস নিজেদের ভোটব্যাঙ্ক বিপর্যস্ত হওয়ার ভয়ে হামলার বিষয়ে কোনও তদন্ত করেনি।"
জনসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "বিকশিত ভারতের জন্য, বিকশিত ওডিশার জন্য আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। আপনাদের একটি ভোট এখানে ডাবল ইঞ্জিনের সরকার আনতে পারে। পদ্ম বোতাম টিপুন এবং আমাদের প্রার্থীকে জিততে সাহায্য করুন!" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আমি একটি দরিদ্র পরিবার থেকে এসেছি, তাই আমি আপনাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল। আমি আপনাদের জীবনযাত্রার উন্নতির জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করি। আমি ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছি। যতক্ষণ না সব দরিদ্রের উন্নতি হবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না।"