Odisha

2 months ago

Jaganath Temple: আর টাকা দিয়ে নয়,বিনামূল্যে মিলবে মহা প্রসাদ! জানাল ওড়িশা সরকার

Maha Prasad (Symbolic Picture)
Maha Prasad (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুরী প্রসিদ্ধ জগন্নাথ ধামে সদা বিরাজ করেন জগন্নাথ- বলরাম- সুভদ্রা। আর সেই মন্দিরে ভগবান দর্শনের আশায় দেশ বিদেশ থেকে ছুটে আসেন মানুষ। পেতে চান ভগবানের আশীর্বাদ আর খেতে চান জগন্নাথদেবের মহাপ্রসাদ। অনেকের মতে, এই প্রসাদ খেলে শরীরে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

কথিত আছে, পুরীর মহাপ্রসাদ নাকি খেয়ে শেষ করা যায় না। মোট ৫৬ রকমের প্রসাদ থাকে এর মধ্যে। বর্তমানে মহাপ্রসাদের কাপের দাম ৯০ টাকা। আবার খাজার দাম আলাদা। আনন্দ বাজারে জগন্নাথ দেবের প্রসাদ বাক্সের দাম রয়েছে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। দেবী সুভদ্রার প্রসাদ বাক্সের দাম শুরু ১৫০ টাকা থেকে। আগে মহাপ্রসাদের থালির দাম ছিল ২৫০ টাকা।

পরে সেই দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে সেই মহা প্রসাদই বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন এ বিষয়ে জানান, খুব শীঘ্রই পুরীর মহাপ্রসাদ বিনামূল্যে দেওয়া হবে ভক্তদের। খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে জানা গিয়েছে। 

You might also like!