পুরী, ৭ জুলাই : প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ৫৩ বছর পর এসেছে এই বিরল যোগ। এবারের রথযাত্রার তিথি দুইদিন অর্থাৎ ৭ ও ৮ জুলাই ধরে পড়েছে।
উল্লেখ্য, রবিবার পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে ভক্ত সমাগমে ভরে উঠেছে পুরী। এদিন সকাল থেকেই পুরীতে ভক্তদের ঢল। সেজে উঠেছে জগন্নাথ ধাম। রথযাত্রা হিন্দুদের কাছে অন্যতম বড় পবিত্র এবং প্রধান উৎসব। রথযাত্রা ঘিরে একাধিক বিশ্বাস ও প্রথা রয়েছে। পুরীর রথযাত্রা সবসময়েই বিশেষ আকর্ষণ। এই সময় সারা দেশ থেকে, এমনকী বিদেশ থেকেও ভক্ত ও উৎসাহীরা ভিড় জমান এখানে।
জানা গেছে, এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রথযাত্রার আচার অনুষ্ঠান। এই বছর একই দিনে নবযৌবন, নেত্র উৎসব এবং রথযাত্রা। তাই ভিড়ে ভক্ত সমাগম পুরীতে। রথের চাকা ঘুরবে বিকেলে। রথের দড়ি টানতে ভিড় করবেন কাতারে কাতারে মানুষ।