Livelihood message

10 months ago

IBPS Clerk Result 2023: প্রকাশিত হল ক্লার্ক পদের পরীক্ষার ফলাফল! কীভাবে দেখবেন?

IBPS Clerk Result 2023 (File Picture)
IBPS Clerk Result 2023 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাথমিকভাবে তার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। যারা ক্লার্কের পরীক্ষায় বসেছিলেন তারা এই ফলাফল দেখে নিতে পারেন। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in.-এ গিয়ে ফলাফল দেখে নিতে পারেন।

২৯শে ডিসেম্বর থেকে এই ফলাফল দেখা যাচ্ছে। ২৮ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত এই ফলাফল দেখা যাবে। কীভাবে এই ফলাফল দেখবেন সেটা জেনে নিন…

IBPS Clerk Result 2023: Provisional Allotment List

প্রথমেই আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in.-এ যান।

হোম পেজে আইবিপিএস ক্লার্ক রেজাল্ট ২০২৩ লিঙ্কে ক্লিক করুন।

একটি নতুন পেজ খুলবে একটা। সেখানে প্রার্থীরা তাদের লগ ইন সংক্রান্ত যাবতীয় তথ্য় সংযুক্ত করতে পারবেন।

এরপর সাবমিটের জায়গায় ক্লিক করুন। তার জেরে একটা পেজ ডাউনলোড হয়ে যাবে।

এরপর পরবর্তী প্রয়োজনের জন্য একটা কপি রেখে দিন।

সরকারি গাইডলাইন মেনেই এই প্রভিশনাল অ্য়ালটমেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ব্যাঙ্কে আরও শূন্যপদ থাকলে তখন আবার রিজার্ভ লিস্ট থেকে প্রার্থীদের নেওয়া হতে পারে। এক্ষেত্রে আইবিপিএসের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা দেখতে পারেন প্রার্থীরা।

You might also like!