দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এই প্রতিষ্ঠানের অধীনস্থ ল কলেজগুলিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএএলএলবি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা শাখায় রয়েছে ল বিভাগ। সেখানে মোট আসন সংখ্যা ১২০টি। এ ছাড়াও সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ-সহ আরও কলেজে রয়েছে আইন নিয়ে পড়ার সুযোগ।
*ভর্তির আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
*শিক্ষার্থীকে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া দরকার। পাশাপাশি অনলাইনেই আবেদনের জন্য বরাদ্দ ৫০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য লাগবে ২৫০ টাকা। এর পর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।
*বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৬ জুলাই পর্যন্ত। টাকাও ওই দিন পর্যন্তই জমা দেওয়া যাবে। আবেদনপত্র সংশোধন বা কলেজ বাছাই করা যাবে ৩১ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।
এ সম্পর্কে আরো জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।