Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Livelihood message

2 years ago

Recruitment in Bharat Electronics Limited : মোদীর স্বপ্নের প্রকল্পে কর্মী নিয়োগ! খুঁটিনাটি জেনে নিয়ে আবেদন করুন দ্রুত

Bharat Electronics Limited Recruitment 2023
Bharat Electronics Limited Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সংস্থায় মোটা মাইনের চাকরি খুঁজছেন? এবার সেই সুযোগ আপনি ও পেতে পারেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL-যা মোদীজির স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যত্তম, সম্প্রতি এই কেন্দ্রীয় সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোজেক্টে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। 

পদ ও শিক্ষাগত যোগ্যতাঃ 

Project Engineer-এর মোট ৩২৭ শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.E/B.Tech/B.Sc-তে ৪ বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে হবে। এছাড়াও এই পদে আবেদনকারীদের কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

বয়সসীমা ও বেতনঃ

এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৪০,০০০ থেকে ৫৫,০০০ হাজার টাকা। 


এছাড়া ও Trainee Engineer পদেও কর্মী নিয়োগ করবে BEL এক্ষেত্রে প্রার্থীদের B.E/B.Tech/B.Sc-তে ৪ বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে হবে।

বয়সসীমা ও বেতন:

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি:

উপরোক্ত পদগুলিতে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। লিংকটি হল- https://jobapply.in/bel2023maybng/ 

আবেদনের শেষ তারিখ:

রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় আবেদনের শেষ তারিখ হল ১৮ মে, ২০২৩

You might also like!