দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্কে প্রায় ১০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নুন্যতম দশম, দ্বাদশ, ডিগ্রী গ্রাহক এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য রয়েছে ১০ হাজারেরও বেশি শূন্য পদ। এই শূন্য পদ রয়েছে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ, উভয় ধরণের প্রার্থীদের জন্য। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৫০ হাজারের মতন নতুন শূন্যপদ তৈরি হতে চলেছে। তাই সরকারি হোক বা বেসরকারি, এই পদগুলি হাতছাড়া করবেন না।
নিচে কিছুশূন্য পদের তালিকাঃ প্রকাশ করা হলঃ
১) চ্যানেল ম্যানেজার, ফেসিলিটেটর/সুপারভাইসর, সাপোর্ট অফিসার-শূন্যপদ - ১০৩১টি, আবেদনের শেষ তারিখঃ ৩০/০৪/২০২৩
২) বিভিন্ন অফিসার - শূন্যপদ-৬২৮ টি, আবেদনের শেষ তারিখঃ ২৪/০৪/২০২৩
৩) বি সি সুপারভাইসর, ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট - শূন্যপদ-১৬ টি, আবেদনের শেষ তারিখঃ ২০/০৪/২০২৩
৪) সহকারি ম্যানেজার - শূন্যপদ- ২৭, আবেদনের শেষ তারিখঃ ২০/০৪/২০২৩
৫) ডিলার - শূন্যপদ- ১২, আবেদনের শেষ তারিখঃ ২২/০৪/২০২৩
৬) মেডিক্যাল কন্সাল্ট্যান্ট, শূন্যপদ- ০১, আবেদনের শেষ তারিখঃ ২৫/০৪/২০২৩
কিভাবে আবেদন করবেনঃ-
যোগ্য ভারতীয় নাগরিকরা অনলাইন/অফলাইনে সরকারি, বেসরকারি ব্যাঙ্কে কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিষদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে