নাকছাবির মাহাত্ম্য
নাকে যে গয়না ভারতীয় মহিলারা পরে থাকেন তা নাকছাবি, নথ বা নোলক নামে পরিচিত। বিশেষ করে বিয়ের সময় নাকে গয়না ছাড়া ভারতীয় মেয়েদের যেন বিয়ের সময় সাজ অসম্পূর্ণ থেকে যায়। হিন্দু ধর্ম অনুসারে ভারতীয় মহিলাদের যে ষোল শৃঙ্গারের কথা বর্ণিত আছে, তার অন্যতম হল এই নাকের গয়না। বেশিরভাগক্ষেত্রে মহিলাদের নাকের বাঁ দিকে নথ পরতে দেখা যায়। কিন্তু কেন শুধু বাম নাকেই নথ পরার প্রথা প্রচলিত আছে? এর কারণ ব্যাখ্যা করা আছে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ অনুসারে জেনে নিন কেন বাঁ দিকের নাকেই নথ পরার প্রথা প্রচলিত।
কেন বাম নাকে পরা হয় নথ?
আপনি নিশ্চয় দেখেছেন যে বেশিরভাগ বিবাহিতা মহিলাই নাকের বাঁ দিকে নথ পরে থাকেন। মনে করা নাকের বাম অংশ মহিলাদের ঋতুচক্রের সঙ্গে জড়িত। বাম নাক যদি বিঁধনো থাকে তাহলে পিরিয়ডে কোনও সমস্যা হয় না বলে মনে করা হয়।
বাম নাকে নথ পরার উপকারিতা
জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহিতা মহিলাদের বাঁ নাকে নথ পরা শুভ বলে মনে করা হয়। কনে যদি বিয়ের সময় নাকের বাঁ দিকে নথ, নাকছাবি বা নোলক পরেন, তাহলে তাঁর বিবাহিত জীবন সুখী ও সমৃদ্ধ হয়। যে কোনও শুভ অনুষ্ঠানে মহিলাদের নাকে নথ পরা শুভ লক্ষণ বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণেই বনেদী বাড়ির দুর্গাপুজোয় বাড়ির মহিলাদের নাকে বড় নথ পরতে দেখা যায়। নাকে নথ পরলে মহিলাদের যেমন দেখতে সুন্দর লাগে, তেমনই এর ফলে তাঁদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। জ্যোতিষ অনুসারে নাকে সোনা বা রূপোর নথ পরা বিশেষ ভাবে শুভ বলে প্রচলিত বিশ্বাস।