এই গরমে চাঁদিফাটা রোদে যাঁদের নিত্যদিন বেরোতে হচ্ছে, তাঁদের ত্বকের যত্নে নিম একাই একশো! সারা সপ্তাহের খাটনির পর উইকেন্ডের রূপচর্চায় নিমকে রাখুন সঙ্গে। ত্বকে চুলকানি হোক দাগছোপ, সব দিক থেকেই মিলবে মুক্তি। এছাড়াও গরমের ক্লান্তির মাঝে ত্বকে জেল্লা ফেরাতে নিমের খুব সহজ কিছু প্যাক তৈরির উপায় দেখে নিন।
নিমের প্যাক- মুঠো ভর্তি নিমপাতা নিন। তা ভালো করে বেটে নিয়ে পেস্ট বানান। এরপর তাতে দিন সামান্য লেবুর রস। দিতে পরেন অল্প গোলাপ জল। পেস্ট সামান্য গাঢ় হলেই মুখে লাগিয়ে নিন। শুধু তাই নয়, ঘাড়ে, বগলে, কনুইতেও তা লাগিয়ে নিতে পারেন। এতে মিলবে জেল্লা।
নিম ও অ্যালোভেরা প্যাক- অ্যালোভেরা ত্বকের যত্নের জন্য খুবই উপকারি। আর নিম ও অ্যালোভেরা যখন জুটি বাঁধে তখন, তখন ত্বকের উজ্জলতা বাড়তে বাধ্য। দাগছোপ হঠাতে হলে, নিম পাতা আগেই শুকিয়ে নিন গুঁড়ো করে নিন। সেই গুঁড়ো মেশান অ্যালেভেরার পাতার ভিতরের জেল-এ। এরপর তা মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে সামান্য লেবু আর মধু মিশিয়ে তা মুখে মাখুন। পরে সবটা ধুয়ে নিন। ম্যাজিক নিজেই দেখতে পাবেন!
নিম, চন্দন বা হলুদ বাটা- নিমের সঙ্গে চন্দন বাটার একটি প্যাকও মুখে মাখতে পারেন। যাঁদের চন্দনে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, তাঁরা হলুদ বাটা রাখতে পারেন প্যাকে। তবে ব্রণ হঠাতে হলে চন্দনই সেরা। নিম পাউডারের সঙ্গে চন্দনবাটা মিশিয়ে নিন। তারপর সেই প্যাক মুখে লাগিয়ে রেখে দিন ১০ মিনিট। পরে তা মুখ ধুয়ে তুলে ফেলুন। সব শেষে মুখে গোলাপজল লাগিয়ে নিন।
নিমের উপকারিতা-গরমে বা বর্ষা ত্বকে চুলকানি বড় সমস্যা। সেই সমস্যা কাটাতে নিম খুবই উপকারি। এছাড়াও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিম উপকারি। এছাড়াও বয়সের বলি রেখা মুখে যাতে না পড়ে, তার যত্নেও নিম দরকার। এছাড়াও ব্ল্যাকহেডস ও দাগছোপের সমস্যায় নিম দারুন উপকারি।