দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের জেল্লা বাড়াতে এবং আর্দ্রতার মাত্রা ধরে রাখতে গোলাপ জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সে কথা কারও অজানা নয়। তাই তো রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে গোলাপ জল মাখা জরুরি। কী ভাবে ব্যবহার করবেন এবং কী উপকারই বা পাবেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল প্রবন্ধে। জেনে নিন আপনিও।
সারা দিনে আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে। তাই সেই ধুলোর স্তরকে সরিয়ে জেল্লা ফিরিয়ে আনতে সঠিক উপায়ে ক্লিনজিং করা জরুরি। সেক্ষেত্রে হাতে পরিমাণ মতো ক্লিনজার নিয়ে মুখে লাগিয়ে নিন। ধীরে ধীরে মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। তাতেই উপকার মিলবে ষোলো আনা।
ফেসওয়াশ করলে অনেক সময়ে মুখের পিএইচ-এর মাত্রার হেরফের হয়। তাই ত্বকের পিএইচ ঠিক রাখতে টোনিং করা গুরুত্বপূর্ণ।
কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে মুখে লাগিয়ে নিন। এই প্রসাধনী আপনার ত্বকের পিএইচ ঠিক রাখবে এবং ত্বক রাখবে টানটান।
টোনিং করার পরে ময়শ্চারাইজিং করাও মাস্ট। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।
গোলাপ জল খুবই উপকারী উপাদান, যা আপনার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এটি আপনি টোনার ও ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। তাছাড়া গোলাপে উপস্থিত কার্যকরী ভিটামিন ও মিনারেল ত্বকে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না। তাই তো বিশেষজ্ঞরা আজও প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে গোলাপ জল ব্যবহারের পরামর্শ দেন।
গোলাপ জল ত্বকের জেল্লা বাড়ায়।
ত্বকের উপরে তৈরি করে আর্দ্রতার স্তর।
কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে।
ত্বকের বয়স ধরে রাখে।
রাতে মুখ ক্লিনজিং করার পরে কটন প্যাডে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে সারা মুখে বুলিয়ে নিন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে ময়শ্চারাইজার লাগান। তাতেই উপকার মিলবে ষোলো আনা। প্রতিরাতে এই নিয়মে ত্বকের যত্ন নিন আর বদল দেখুন নিজের চোখে।