kolkata

3 months ago

Amata: আরও শোচনীয় পরিস্থিতি, আমতা ২ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির অবনতি

Worse still, the flood situation worsened in Amata Block 2
Worse still, the flood situation worsened in Amata Block 2

 

হাওড়া, ২০ সেপ্টেম্বর : হাওড়ার আমতায় বন্যা পরিস্থিতি আরও শোচনীয়। আমতা ২ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে বন্যা দুর্গত এলাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় বিধায়ক সুকান্ত পাল বলেন, “নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এখনও পর্যন্ত ৯টি ত্রাণ শিবিরে মোট ৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”


You might also like!