kolkata

1 year ago

Weather Forecast : বাতাসে শীতের শিরশিরান ! শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস, জেনে নিন

weather forecast of kolkata and bengal on
weather forecast of kolkata and bengal on

 

কলকাতা, ২৯ নভেম্বর : ডিসেম্বর না পড়তেই শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে কলকাতায়। আশপাশের জেলাতেও রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। গ্রাম বাংলার ভোরে ও রাতের দিকে জম্পেশ ঠাণ্ডা পড়ছে, ভোরে কুয়াশা এবং উত্তুরে হাওয়ার দাপটে শীত টের পাওয়া যাচ্ছে ভালোই। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে জমিয়ে শীত পড়তে শুরু করেছে।

তিলোত্তমায় মাঝেমধ্যেই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তবুও রয়েছে শীতের আমেজ। কলকাতায় মঙ্গলবার একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের চেয়ে যা অনেকটাই বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে শীতের আমেজ বজায় থাকবে সর্বত্র। দিনের বেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না বলেই জানিয়েছেন আবহবিদরা। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। মেঘলা আকাশের দরুণ ঠাণ্ডা একটু কম অনুভূত হয়েছে। 


You might also like!