kolkata

1 year ago

Weather Forecast : তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী, শীত নিয়ে আশার বানী শোনাচ্ছে হওয়া অফিস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৬ নভেম্বর : শীতের পরশ গায়ে মেখেছে কলকাতা-সহ গোটা রাজ্য। ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। যদিও বেলা গড়ালে রোদের তাপে উধাও হচ্ছে ঠান্ডার আমেজ। চলতি বছরে নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতে আরও নামতে পারে পারদ।

শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পারদ পতনের পর শনিবারও মরশুমের শীতলতম দিন উপভোগ করল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত আগামী কয়েক দিন শহরের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদের এমন ওঠানামাই বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।

You might also like!