kolkata

4 months ago

Mithun Chakraborty:আর জি কর–কাণ্ডর প্রেক্ষিতে বুধবার বিবেক জাগরণ যাত্রা, পুরোভাগে মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty
Mithun Chakraborty

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : বুধবার স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত হবে বিবেক জাগরণ যাত্রা। ওই পদযাত্রার পুরোভাগে থাকবেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী, এমনটাই জানা গেছে। এছাড়াও বিখ্যাত তিন চিকিৎসক - ডঃ সুকুমার মুখোপাধ্যায়, ডঃ কুণাল সরকার ও ডঃ বিক্রম সরকার ছাড়াও বহু বিবেকবান মানুষ পথে হাঁটবেন। আরজিকর হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় সারা পৃথিবীর মানুষের মনুষ্যত্বকে আরও একবার মূল থেকে নাড়া দিয়েছে - এই বক্তব্য সামনে রেখেই রাজপথে অভিযান। আয়োজকদের পক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতি কুমার সরকার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বিকেল সাড়ে চারটে নাগাদ পদযাত্রাতে সামিল হবেন সকলে। উল্লেখ্য, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাঁর সুচিন্তিত ও সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমেই সারা পৃথিবীর বিবেক জাগরণের পথিকৃৎ। তাৎপর্যপূর্ণভাবে সে কারণেই গুরুত্ব আরও বেড়েছে এই মিছিলের। এমনটাই মনে করছেন আয়োজকরা। সেই কারণে মূলতঃ এবার শিকাগো বক্তৃতা দিনেই সমাজের প্রবুদ্ধ মানুষেরা 'পথেই হবে পথ চেনা' - ডাক দিয়ে সামিল হতে চলেছেন। জানা গেছে, শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, চাটার্ড একাউন্টটেন্ট সকলের মিলিত প্রয়াস এটি।

You might also like!