kolkata

1 year ago

Beauty Tips : কোমল ত্বক পেতে চান! আজই রুপচর্চায় রাখুন গোলাপ জল কে

Uses of Rose Water
Uses of Rose Water

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের তারুন্য ও সজীবতা ধরে রাখতে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট , তবে আর সাথে ত্বকের পিএইচ ব্যালেন্স রাখাটাও জরুরি। আর ত্বকের পিএইচ ধরে রাখতে গোলাপজল ভীষণ ভাবে সাহায্য করে। এর ‘অ্যাসট্রিনজেন্ট’ উপাদান রোমকূপে ঢুকে থাকা তেল ও ময়লা বার করে আনে। নিয়মিত গোলাপজলের ব্যবহার ত্বকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রন-র মতো সমস্যা কম হয়।  

ত্বকে গোপাপজল ব্যবহারে যেসব উপকারিতা পাওয়া যায় 

১/ গোলাপজলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের অনেক ক্ষত এবং সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ মিলিয়ে দিতে পারে। গোলাপজলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে ত্বক থাকে ঝলমলে। 

২/ ‘মেকআপ রিমুভার’ হিসেবেও গোলাপজল বেশ কার্যকর।  ত্বক শুষ্ক বা তৈলাক্ত যেমনই হোক, ত্বকের প্রতি রুক্ষ না হয়ে, এটি মেকআপ তুলে দেবে। এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে দু’টেব্‌ল চামচ গোলাপজল মিশিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন। যত চড়া মেকআপই হোক উঠে যাবে। আই মেকআপ তোলার জন্যও এটি উপকারী।  

৩/ মুখ শুকনো লাগুক বা ঘামে ভেজা হোক মুখে একটু গোলাপজল স্প্রে করে নিলেই ত্বক সজীব থাকবে। 

৪/ গোলাপজলে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান থাকায় এটি ত্বকের বার্ধক্য রোধ করে। 

৫/ অনেক সময় ক্লান্তি বা কম ঘুমের কারণে চোখের নীচের অংশ ফোলা লাগে, তা হলে গোলাপ জল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন, এবং তা কটন প্যাডে করে চোখের তলায় মাখুন ভাল ফলাফল পাবেন। 

You might also like!