kolkata

2 weeks ago

Weather Update:আকাশে শরতের ছোঁয়া, নিম্নচাপ ঘনালেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালো মেঘে মুখ ঢাকা নয়, এবার সাদা মেঘের সারি নীল আকাশ জুড়ে ৷ উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, কোথাও কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও মুষলধারে বৃষ্টি হবে না ৷ স্থানীয় মেঘের কারণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়ায় গরম বাড়তে শুরু করেছে ৷ অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম ফিরেছে, যা ভাদ্রমাসের পরিচিত ছবি ৷আজ, শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হয়েছে, তা পশ্চিমবঙ্গের উপকূল থেকে দূরে ৷ সুষ্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম-মধ্য এবং তার আশপাশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূল ও দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছিল ৷

এখন তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ৷ কিন্তু এখন তা ফের পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাচ্ছে ৷ আগামী 36 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে ৷ যার অবস্থান হবে পশ্চিম-মধ্য এবং তার আশপাশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ৷ এর প্রভাবে ওড়িশা উপকূলে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যেহেতু এই নিম্নচাপের অবস্থান এই রাজ্যের উপকূল থেকে দূরে তাই গাঙ্গেয় বঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা নেই ৷ শরৎকালে যেমন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে, তেমনই এই রাজ্যের সবজেলায় হবে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ ৷

You might also like!