kolkata

2 days ago

Sukanta Majumdar: “দুর্নীতির জোয়ারে এমনভাবে বারবার বাঁধ ভাঙে”, তোপ সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ২০ মে : “দুর্নীতির জোয়ারে এমনভাবে বারবার বাঁধ ভাঙে আর কাটমানির দালালদের মনে স্ফূর্তির জোয়ার আসে!” মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনটি ভিডিও-সহ তিনি লিখেছেন, “মাস কয়েক আগেই আকস্মিকভাবে ভেঙেছিল সেতু, এবার আত্রেয়ী নদীর উপর কংক্রিট দ্বারা নির্মিত বাঁধের প্রায় ৪০ ফিট লম্বা অংশ জলের স্রোতে ভেসে গেলো! মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুপ্রেরণায় রাজ্যে সর্বত্র 'উন্নয়নের বন্যা' নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য বারবার তাঁদের বিফলতা জনসমক্ষে প্রমাণিত হচ্ছে।এটা সরকারি ইঞ্জিনিয়ারদের অপদার্থতা নাকি নির্মাণ সংস্থা এবং নির্মাণ সামগ্রীর মধ্যেও দুর্নীতির ভাগ রয়েছে সেটা পরের কথা, কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের রাজত্বে রাজ্য সম্পূর্ণ অন্ধকারে। ”


You might also like!