দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের নয়া আমদানি - 'হুমকি সংস্কৃতি'। মানুষ জোট বেঁধেছে এ সব আর বরদাস্ত নয়। বক্তা সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের সদর দফতরলমুজফফর আহমেদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুধু মাত্র নয়। পালাবদলের পর থেকে এই নতুন সংস্কৃতি সর্বত্র বিরাজমান। আর জি কর হাসপাতাল থেকে শুরু করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তা বহাল তবিয়তে চালু রয়েছে। তাদের দাদাগিরি বজায় রয়েছে এবং তা রাখতে আগ্রহীও বটে। তাঁর অভিযোগ, প্রতি বছর ২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে হুমকি সংস্কৃতি লাগু রাখার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এবং তা এ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কায়েম করেছে এই রাজ্যের সরকার। এর পরিপ্রেক্ষিতে শাসকদলের বিরোধীরা সবাই একজোট। একমাত্র ব্যতিক্রম আর এস এস ও বিজেপি। প্রতিবাদে সর্বস্তরের মানুষ এখন রাজপথে। আন্দোলনে সামিল ছাত্র যুব থেকে মহিলা ও শ্রমিক কর্মচারীরা। এদিকে, চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গ লবির সঙ্গে নিয়মিত ওঠাবসা। এদের দোসর অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস প্রমুখ। তাদের মাধ্যমেই হুমকি সংস্কৃতি বজায় রাখা হয়েছে দিনের পর দিন ক্রমশ তা প্রকাশ্যে আসতে শুরু ও করেছে।