Country

3 hours ago

CM Himanta Biswa Sarma: অসমের জন্য আজ অত্যন্ত খুশির দিন, রাজ্য পেয়েছে নতুন রাজভবন, সাইবার ক্রাইম ফরেনসিক ল্যাব, মুখ্যমন্ত্রী

Assam chief minister Himanta Biswa Sarma
Assam chief minister Himanta Biswa Sarma

 

গুয়াহাটি, ২৯ আগস্ট  : অসমের জন্য আজ অত্যন্ত খুশির দিন, রাজ্য কেবল নতুন রাজভবনই পায়নি, দেরগাঁও-এর লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে ন্যাশনাল সাইবার ক্রাইম ফরেনসিক ল্যাবরেটরি এবং গবেষণা কেন্দ্রও পেয়েছে, বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী আজ শুক্রবার গুয়াহাটিতে অবস্থিত রাজভবনের নবনিৰ্মিত শাখা ‘ব্রহ্মপুত্র উইং’-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া রাজভবন চত্বরে অনুষ্ঠানস্থল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে প্ৰায় ৪৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ‘ন্যাশলান সাইবার ফরেনসিক ল্যাবরেটরি-নর্থ-ইস্ট’। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্ৰদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী ড. শৰ্মা অসমে রাজভবনের ইতিহাস স্মরণ করে বলেন, আগে অসমের রাজভবন ছিল শিলঙে (অধুনা মেঘালয়ের রাজধানী)। অসম থেকে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন হয় মেঘালয়। এর পর ১৯৮০ সালে এখানে নির্মিত হয়েছিল গভর্নরের ক্যাম্প অফিস। ১৯৮৯ সালে অসমের জন্য একটি পৃথক রাজ্যপাল নিয়োগ শুরু হওয়ার পর এখানে পূর্ণাঙ্গ রাজভবনের রূপ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী জানান, নতুন রাজভবন ‘ব্রহ্মপুত্র উইং’ প্রায় ৩,৩৪০ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত ব্রহ্মপুত্রের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এটি দেশের অন্যতম সুন্দর রাজভবন। এর নির্মাণ কাজে প্রাক্তন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবং গুলাবচাঁদ কাটারিয়ার পরামর্শের প্ৰসঙ্গও টেনে বর্তমান রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের দূরদর্শিতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্ৰী। একই অনুষ্ঠাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল মাধ্যমে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এগুলির মধ্যে অন্যতম আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ আবাসন কমপ্লেক্স, ব্যারাক, হাসপাতাল প্ৰভৃতি। গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে তৈরি ‘ন্যাশলান সাইবার ফরেনসিক ল্যাবরেটরি-নর্থ-ইস্ট’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমি এখন জাতীয় পর্যায়ের অ্যাকাডেমিতে পরিণত হয়েছে। এই অ্যাকাডেমিতে আসাম পুলিশের পাশাপাশি মণিপুর ও গোয়া পুলিশ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং হচ্ছে।

মুখ্যমন্ত্ৰী বলেন, এই উদ্যোগগুলি শাসন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলাকে শক্তিশালী করবে, সামগ্রিক উন্নয়নের যাত্রায় এগিয়ে যাবে অসম। তবে এ সব উন্নয়নের জন্য তিনি কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন।


You might also like!