kolkata

1 year ago

Tala Bridge will be opened before Puja : পুজোর আগেই খুলবে টালা ব্রিজ, শপথের ২৪ ঘণ্টার পেরতে না পেরতেই ঘোষণা নয়া পূর্তমন্ত্রীর

Tala Bridge will be opened before Puja
Tala Bridge will be opened before Puja

 

কলকাতা, ৪ আগস্ট : “পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। সবরকম চেষ্টা হচ্ছে যাতে দ্রুত ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া যায়। পুজোর আগেই আলিপুরে প্রস্তাবিত ধনধান্যে প্রেক্ষাগৃহের কাজও শেষ করা হবে।“

বুধবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পুলক রায়। তাঁকে দেওয়া হয়েছে পূর্ত দফতরের দায়িত্ব। বৃহস্পতিবার দফতরের পদস্থ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করলেন তিনি।

উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল টালা ব্রিজ। কিন্তু মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বিপদ এড়াতে পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছিল রাইটস। এই প্রস্তাবকে সমর্থন করেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। এরপরই ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শুরু হয় কাজ। ২ বছর ধরে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ নবপর্যায়ের সেতুটিও মাঝেরহাট ধাঁচে কেবল স্টেড রেলওভার ব্রিজ হিসাবে আত্মপ্রকাশ করছে। এর মধ্যে ২৪০ মিটার অংশ কেবলের উপরেই শূন্যে ঝুলবে। শুধু তাই নয়, আগে ছিল তিন লেনের সেতু, কিন্তু নয়া ব্রিজটি যেমন চার লেনের হচ্ছে তেমনই দু’পাশেই থাকছে ফুটপাথ।


You might also like!