kolkata

1 year ago

Nabanna : ১০০টিরও বেশি শিল্পপার্ক গড়তে চায় রাজ্য, বৈঠক ডাকল নবান্ন

Nabanna
Nabanna

 

কলকাতা, ৯ ডিসেম্বর  : রাজ্য সরকার বাংলায় ১০০টিরও বেশি শিল্পপার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি রূপায়ণের লক্ষ্যে শনিবার ১০ ডিসেম্বর বিকেলে প্রতিটি জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি।

আগামী বছরের প্রথম দিকেই রাজ্যে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। সেই সম্মেলনের আগে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে শিল্পতালুক গড়া নিয়ে বিশেষ পদক্ষেপ করল। রাজ্যের মধ্যে শিল্পগত ক্ষেত্রে বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্টেট এডেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা এসএআইপি স্কিম এনেছিল।

সেই প্রকল্পের হাত ধরে কয়েক কোটি টাকার বিনিয়োগও এসেছে এই রাজ্যে। বেশ কিছু জায়গায় সেই বিনিয়োগের জেরে শিল্প কারখানা নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। শুধু তাই নয়, দেশের মধ্যে বাংলা যেহেতু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে এবং এই শিল্পক্ষেত্রেই সব থেকে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়।

তাই রাজ্য সরকার বাংলার বুকে অন্তত ১০০টি শিল্প পার্ক গড়ার লক্ষ্য নিয়েছিল। কিন্তু এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার আরও বেশি সংখ্যক এই ধরনের শিল্পপার্ক গড়া হবে। একই সঙ্গে যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছিল তার দ্রুত বাস্তবায়নেও জোর দিচ্ছে নবান্ন।

বামেরা বাংলার ক্ষমতা দখল করেছিল, ‘লাঙল যার জমি তাঁর’ এই শ্লোগান তুলে। তাঁদের আমলে হওয়া বর্গাদার আইন বাংলার ভূমিহীন কৃষকদের হাতে জমির ও তাতে উৎপাদিত ফসলের অধিকার পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সেই বামদেরই একদম ভিন্ন রূপে দেখা গিয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়ে। তার জেরে ৩৪ বছরের ক্ষমতাও তাঁদের হাতছাড়া হয়েছে।

বাংলায় সেই বাম জমানার অবসান ঘটানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরবর্তীকালে সিদ্ধান্তই নিয়েছিল শিল্পের স্বার্থে জোর করে কারও জমি অধিগ্রহণ করবে না ‘মা-মাটি-মানুষের সরকার’। সূত্রের খবর, সেই প্রতিশ্রুতি রূপায়ণে শিল্প গড়তে কোনও সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার বাংলায় ১০০টিরও বেশি শিল্পপার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

You might also like!